জীবনে সবচেয়ে বড় সংগ্রাম এই ধুলো মাটির জগতে টিকে থাকা।
কখনও ভাবি প্রতিনিয়ত রিকশা চালায় যে ব্যক্তি তার কি জীবনের প্রতি বিরক্তি নেই? আবার সারাদিন সেলাই করা ব্যক্তিটাকেও নিয়ে ভাবি, তার কি বিরক্তি নেই? রাস্তায় প্লাস্টিকের জিনিসপত্র খোঁজাখুঁজি করা টোকাইদের বিরক্তি নেই?
ওদের বিরক্তি আছে। তবুও বেঁচে থাকার সংগ্রাম। প্রতিনিয়ত বুকে কষ্ট, মুখে হাসি নিয়ে যাদের পথচলা, তাদের কাছে জীবনের মানেটা ভিন্ন।
জীবনের ক্ষুধা মেটাতে, ছেলেমেয়েদের মুখে হাসি ফোটাতে, দুটো ভাতের জন্য তাদের নিত্যকার জীবনের কাজকর্ম। এই হাড়ভাঙা পরিশ্রম, এই দুটো মুঠো ভাতের জন্য যুদ্ধ এটাই হয়তো জীবন।
আসি মধ্যবিত্ত মানুষের জীবনের কথায়। তাদের ইচ্ছা, স্বপ্ন সব বাস্তবতার কাছে হার মানে। নিজ পরিবার, ভাইবোনদের জন্য নিজের জীবনের বেশির ভাগ সময়ই অতিবাহিত করে। তাদের জীবনের মানে আবার ভিন্ন হয়তো। ইদানীং যখন এসব ভাবি সব কেমন গোলমেলে লাগে।
আবার সংগ্রামের মাধ্যমে জীবনের রঙ বদলায়। মানুষ সুখী হয়। টোকাই বিত্তবান হয়, বিত্তবান গরীব হয়ে যায়। মধ্যবিত্ত হয়তো আবার মধ্যবিত্ত রয়।
জীবন এমনই। আজ কেউ ধনী, কাল কেউ গরীব। ভাঙাগড়ায় জীবন চলে, জীবনের মতো। কিন্তু যুদ্ধটা সবাইকেই করতে হয়। কেউ জেতে বা কেউ হারে।
Md Harun Khan